এবার সন্দেশখালির এক গৃহবধূ ধর্ষণের ‘অসত্য অভিযোগ’ তুলে নিতে চাওয়ায় তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এল বিজেপি! ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, বিজেপির প্রার্থী রেখা পাত্র স্বয়ং গিয়ে হুমকি দিয়ে এসেছেন ওই মহিলাকে। বলা হয়েছে, অভিযোগ তুলে নিলে বিজেপি আর তাঁদের দায়িত্ব নেবে না। এই ঘটনায় আতঙ্কিত ওই মহিলা সোমবার সকালেই নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন সন্দেশখালি থানার।
জানা গিয়েছে, সন্দেশখালির ওই গৃহবধূ সঙ্গীতা (নাম পরিবর্তিত) যে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নিতে চান, সেই খবরটি চাউর হতেই রবিবার রাতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা-সহ বিজেপির কর্মীরা হানা দেন তাঁদের বাড়িতে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তাঁর ভাই জানান, ‘দিদি নিরাপত্তা চাইতে সন্দেশখালি থানায় গিয়েছে। কারণ, কাল রাতে রেখা পাত্রেরা এসে হুমকি দিয়ে গিয়েছে।’ তিনি আরও জানান, ভয় দেখিয়ে এবং কিছুটা বাধ্য করেই তাঁর দিদিকে দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছিল বিজেপি।
তাঁর দাবি, সন্দেশখালিতে শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে-সহ তিন জনকে। সেই সময়ে সন্দেশখালি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর জামিনের জন্য স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে দরবার করেন তাঁর দিদি সঙ্গীতা। সেই সময়েই স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি দাস তাঁর দিদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বলেন, ‘আমরা এঁদের বিরুদ্ধে কেস করেছি। তুইও কর। তা হলে ভাইয়েরা ছাড়া পেয়ে যাবে। না হলে ছাড়া পাবে না। তোর ভাইয়ের কী হবে, কিছু বলতে পারছি না। তাই রেপ কেসটা কর।’
সঙ্গীতার ভাইয়ের দাবি, ওই মহিলার কথাতেই তাঁর দিদি ধর্ষণের মামলা করেন। কিন্তু সম্প্রতি চতুর্দিকে ধর্ষণের অভিযোগ অস্বীকারের খবর পেয়ে তাঁর দিদি ভয় পেয়েই ‘অসত্য অভিযোগ’ প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা করতেই আসে হুমকি। বসিরহাট পুলিশ জেলা সূত্রে খবর, সোমবার সকালে ওই মহিলা থানায় এসে, তিনি আগে যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহার করতে চাওয়ার পাশাপাশি নিজের জন্য নিরাপত্তা দাবি করেন। তিনি জানান, তাঁকে বিজেপির তরফে হুমকি দেওয়া হয়েছে। তাই তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মহিলার বাড়ির সামনে পুলিশি প্রহরা বসানো হয়েছে।