সন্দেশখালি-ইস্যুতে তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই স্টিং অপারেশন কাণ্ডে বিপাকে বিজেপি। এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা, ভারতীয় জনতা পার্টি এবং পিয়ালী দাস সহ এর নেতা/প্রার্থী/সদস্যদেরবিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, সন্দেশখালির নিরপরাধ মহিলাদের এবং সাধারণভাবে সমগ্র ভোটারদের উপর জালিয়াতি, প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের গুরুতর অপরাধের জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকে রেখা শর্মার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করারও দাবি জানিয়েছে ঘাসফুল শিবির।