মোদী নয়, বিরোধী জোট’ই সরকার গড়বে। জেল থেকে বেরিয়েই হুঙ্কার কেজরিওয়ালের। পাশাপাশি ১৪০ কোটি দেশবাসীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে তাঁর হাতকে শক্তিশালী করার।
কেজরিওয়াল সংবাদ সম্মেলনে মোদীকে নিশানা করে বলেন,”প্রধানমন্ত্রী মোদী বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু তিনি তার দলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের জায়গা দিয়েছেন। তিনি এমন সব লোকেদের দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ইডি-সিবিআই মামলা ছিল। বিজেপিতে যেতেই সেই সব নেতাদের বিরুদ্ধে সকল মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, ‘তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে কেজরিওয়ালের কাছ থেকে শিখুন’।
কেজরিওয়ালকে গ্রেফতারের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে একটি বড় বার্তা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। আপ সুপ্রিমো বলেন, ‘মোদী দেশকে বার্তা দিতে চেয়েছেন যদি আমি কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারি, তাহলে আমি যে কাউকে গ্রেফতার করে জেলে ভরতে পারি। একটি অত্যন্ত বিপজ্জনক মিশন শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশকে সেটা বুঝতে হবে। দেশের সব নেতাকে শেষ করে।
কেজরিওয়াল বলেন, ‘আমি এই দেশকে বাঁচাতে ১৪০ কোটি মানুষের কাছে আজ ভিক্ষা চাইতে এসেছি। এই স্বৈরাচার থেকে দেশকে বাঁচান। আমি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি এবং এই লড়াইয়ে আমার আপনাদের সমর্থন দরকার। দেশের জন্য আমার শরীর, মন, উৎসর্গ। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার দেশের জন্য’।