লোকসভা ভোটের প্রচারে গিয়ে ‘চোর’ স্লোগান শুনেই মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন। তাঁরা অল্পবিস্তর জখম হয়েছেন। শুক্রবার এনিয়ে তীব্র উত্তেজনা ছড়াল সিউড়ি ২ নং ব্লকের পুরন্দরপুর এলাকায়।
এদিন পুরন্দরপুরেই বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ভোটে কেউ বাধা দিতে এলে তাঁকে হোয়াটসঅ্যাপ করে জানাতে। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোমর ভেঙে দেওয়া হবে। এসবের পর তিনি পুরন্দরপুর থেকে বেরিয়ে যাচ্ছিলেন রামপুরহাটে, অমিত শাহর সভায় যোগ দিতে। এমন সময়েই ঘটে ঘটনাটি।
জানা গিয়েছে, সাঁইথিয়া-বোলপুর সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানির চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর কনভয় দেখে তাঁরা ‘চোর’, ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন। তা শুনেই মেজাজ হারান বিরোধী দলনেতা। তাঁর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে দুই গ্রামবাসীকে মারধর করেন। তাঁদের মধ্যে দোকানদার চন্দন দত্ত ও শেখ মহিউদ্দিন নামে দুজন জখম হন। তাঁদের হাতে চোট লাগে।