আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট বর্ধমান-দুর্গাপুরে। আর তার দু’দিন আগেই এই লোকসভা কেন্দ্রে অন্তর্গত ভাতার বিধানসভায় বিজয় মিছিল করল তৃণমূল। এবার এই কেন্দ্রে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল টিকিট দিয়েছে ’৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদকে। শুক্রবার ভাতার বাজারে আগাম বিজয় মিছিল করলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। শাসকদলের নেতৃত্বের দাবি, তাঁরা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে এক লক্ষের বেশি ভোটে জিতবেন।
শুক্রবার ভাতার বাজারে তৃণমূলের ওই বিজয় মিছিলে কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিধায়ক বলেন, ‘আমরা ভাতার ব্লকে তো জয় পাবই। সেটা কত ভোটের ব্যবধানে হবে, সেটা দেখার ব্যাপার। কর্মীরা আজ বিজয় মিছিল করলেন। আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এক লক্ষ ভোটে জিতব। তাই আজই বিজয় উৎসব হল।’ ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ বলেন, ‘ক্লাসের ভাল ছেলে যারা হয়, তারা পাশ নিয়ে চিন্তা করে না। কত শতাংশ নম্বর পাবে, সেটা নিয়ে চিন্তা করে। তৃণমূল যেমন কত ভোটে জয়লাভ করবে, সেটার জন্য অপেক্ষা করছে।’