অবশেষে ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে বড় জয় পেলেন ছয় মহিলা কুস্তিগির। ভারতের রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রধান তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন এই ছয় মহিলা কুস্তিগির। ব্রিজভূষণের শাস্তির দাবিতে, তাঁদের পাশে দাঁড়িয়েছিল প্রায় গোটা কুস্তি মহল।
অবশেষে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত, মহিলা কুস্তিগীরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দিল। ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রিয়াঙ্কা রাজপুত জানান, এর মধ্যে পাঁচটিতে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট গঠনের মতো পর্যাপ্ত উপাদান রয়েছে। তবে, অপর মামলাটিতে অভিযোগ থেকে ব্রিজভূষণকে অব্যাহতি দিয়েছেন তিনি। যথেষ্ট প্রমাণের অভাবে ষষ্ঠ মামলাটি খারিজ করা হয়েছে।
পাঁচটি মামলাতেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় চার্জশিট গঠন করা হবে। অর্থাৎ, কোনও মহিলার শালীনতাকে ক্ষুব্ধ করার অভিপ্রায়ে তার উপর বলপ্রয়োগের অভিযোগ আনা হচ্ছে। এছাড়া, ৩৫৪-র ঘ ধারাও যোগ করা হবে অভিযোগপত্রে। কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে অনুসরণ করলে বা যোগাযোগ করলে বা যোগাযোগের চেষ্টা করলে এই ধারায় অভিযুক্ত করা হয়। এই মামলার অপর অভিযুক্ত বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জশিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। বিনোদ তোমর হলেন, ভারতের রেসলিং ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব।