এবারের লোকসভা নির্বাচনে ৪০০ পারের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট দেখে তা নিয়ে ধন্দে মোদী ঘনিষ্ঠ শিল্পমহল। তৃতীয় দফা লোকসভা নির্বাচন শেষে ভোটদানের যস লক্ষণ দেখা যাচ্ছে, তার জেরে আচমকা ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। বিভিন্ন সমীক্ষক ও বিশ্লেষকের মতে, বিজেপির আসন কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবারের ভোটে। অন্তত রাজ্যগুলির ফিডব্যাক বলছে তেমনই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেয়ার বাজারের পরিস্থিতি আগাম জানান দেয় কেমন সরকার হবে। কারণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে শেয়ার বাজারে। রকেটের গতিতে উত্থানের পর এবার তৃতীয় দফার পর হঠাৎ শেয়ার বাজারে পতন। বৃহস্পতিবার শেয়ার বাজারে রীতিমতো ধস নেমেছিল। পাশাপাশি, বিদেশি আর্থিক সংস্থাগুলি আচমকা ভারতের শেয়ার বাজারে লগ্নি করা অর্থ তুলে নিতে শুরু করেছে। তাতে আতঙ্ক আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, অতীতে দেখা গিয়েছে, ভোটপর্বে শেয়ার বাজার যখনই নিম্নমুখী হয়েছে, তখনই পতন ঘটেছে শাসকের। তাই সিঁদুরে মেঘ দেখছে বিজেপিও।