কেরোসিনের বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ চলছে। অভিযোগ, রাজ্যের বরাদ্দ কেরোসিন সরবরাহ করছে না কেন্দ্র।
এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। আদালত এও জানিয়েছিল, রাজ্য খাদ্য দফতরের তরফে যে পরিমাণ কেরোসিনের কথা জানানো হবে, তা পর্যালোচনা করে কেন্দ্রকে বরাদ্দ করতে হবে।
কিন্তু বাস্তবে তার উল্টো পথে কেন্দ্র হাঁটছে বলে অভিযোগ রাজ্যের। খাদ্য দফতর সূত্রের খবর, এপ্রিলে যেখানে রাজ্যকে ৫৮ হাজার কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছিল কেন্দ্র সেখানে মে ও জুন দু’মাসের জন্য কেন্দ্র মোট ৩৯ হাজার ২১২ কিলোলিটার তেল বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে রাজ্যকে ২০ হাজার কিলোলিটার কেরোসিন সরবরাহ করবে কেন্দ্র।
খাদ্য দফতরের এক কর্তার কথায়, কেন্দ্র প্রয়োজনীয় বরাদ্দের কেরোসিন তো সরবরাহ করছে না, উপরন্তু সময়ের অনেক পরে বরাদ্দের কেরোসিন দিচ্ছে। ফলে রেশন ডিলারদের সঙ্গে গ্রাহকদের ভুল বোঝাবুঝি বাড়ছে। গোলমালের ঘটনাও ঘটছে। একইভাবে রেশনে বরাদ্দ কেরোসিন না পেয়ে সমস্যায় পড়ছেন গরিব মানুষেরাও।
যেভাবে বরাদ্দের পরিমাণ কেন্দ্র কমিয়ে চলেছে তাতে আগামীদিনে আন্দোলন ছাড়া সমস্যার সুরাহা হওয়া সম্ভব নয় বলে জাবিয়েছেন রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। তিনি বলেন, প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হতে হবে।