প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্ধমানের সভার ভাষণে কংগ্রেসের একটি প্রশ্নেরও উত্তর মিলল না। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্সবার্তায় শুক্রবার সকালে মোদীর কাছে তিনটি প্রশ্নের জবাব চেয়েছিলেন। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর ভোটসফরের বিষয়ে কংগ্রেস নেতা রমেশের প্রথম প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী কি হলফ করে বলতে পারবেন যে, দুর্গাপুর ইস্পাত কারখানা তিনি তাঁর বন্ধুদের কাছে বেচে দেবেন না?
রাজ্য তথা দেশের শস্যভাণ্ডার বর্ধমান ধান উৎপাদনের জন্য বিখ্যাত। সেখানে কেন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করতে পারেনি বিজেপি, এই প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী? তৃতীয় প্রশ্নটির রমেশ উত্তর দাবি করেন, প্রধানমন্ত্রী কি দেশের শিশুদের টিকাকরণ নিয়ে মুখ খুলবেন?
কংগ্রেস যখন মোদীর বাংলা সফরের মুখে চোখা চোখা প্রশ্নের জবাব দাবি করছে, তখন এদিন বর্ধমানের ভাষণে কেবলমাত্র হিন্দুত্বের তাসই খেলে গেলেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যার দিকে একটিবারের জন্যও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করলেন। বিরোধীদের অভিযোগ, কংগ্রেস ও তৃণমূল মোদীর বাণের লক্ষ্য হলেও মূলত নিজের ঢাক পেটানোতেই মগ্ন ছিলেন মোদী।
রমেশ লিখেছেন, বাংলার শিল্প সম্ভাবনা ও সম্পদ মোদী সরকারের পুঁজিবাদী নীতির ফলে ধ্বংস হতে বসেছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রয়াস এবং সালেম, বিশাখাপত্তনম, ভদ্রাবতী ও বস্তারের ইস্পাত কারখানা বেচে দেওয়ার মতলবে আছেন প্রধানমন্ত্রী। এখন এও সন্দেহ দেখা দিচ্ছে যে, দুর্গাপুর ইস্পাত কারখানাকেও মোদীজি তাঁর কোনও শিল্পপতি বন্ধুর কাছে বেচে দিতে পারেন।