রুদ্ধশ্বাস হয়ে রইল বৃহস্পতিবারের সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। টানটান উত্তেজনার শেষে মাত্র ১ রানে জিতল হায়দরাবাদ। এদিন প্রথমে ব্যাট করে ২০১ রান তুলেছিলেন কামিন্সেরা। শেষ বলে রভম্যান পাওয়েলকে আউট করে দলকে জেতালেন ভুবনেশ্বর কুমার। এদিন হায়দরাবাদের ওপেনার ট্রেভিস হেড ৪৪ বলে ৫৮ রান করেন। অন্য ওপেনার অভিষেক শর্মা (১২) বড় রান করতে পারেননি। রান পাননি অনমলপ্রীত সিংহও (৫)। হেডের সঙ্গে জুটি গড়েন নীতীশ কুমার রেড্ডি। তাঁরা একসঙ্গে ৯৬ রান করেন। হেড আউট হওয়ার পর বড় রান তোলার দায়িত্ব নেন হেনরিখ ক্লাসেন। রেড্ডি এবং ক্লাসেন মিলে করেন ৭০ রান। রেড্ডি আটটি ছক্কা হাঁকান। ৪২ বলে ৭৬ রান করেন তিনি। ক্লাসেন করেন ১৯ বলে ৪২ রান।
২০১ রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও প্রথম থেকেই ১০ রান প্রতি ওভার করে তুলছিল রাজস্থান। জস বাটলার এবং সঞ্জু স্যামসন কোনও রান না করে আউট হয়ে যান। তাঁদের উইকেট নেন ভুবনেশ্বর কুমার। সুইংয়ের দাপটে উইকেট তোলেন তিনি। কিন্তু সেই ধাক্কা সামলে দেন যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। তাঁরা ১৩৩ রানের জুটি গড়েন। এক সময় মনে হচ্ছিল, খুব সহজেই ম্যাচ জিতবে রাজস্থান। কিন্তু টি নটরাজন যশস্বীকে বোল্ড করেন। তাতেই আবার লড়াইয়ে ফিরে আসে হায়দরাবাদ। পরাগকে আউট করেন প্যাট কামিন্স। ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। রাজস্থানের জয়ের জন্য শেষ বলে দুই রান প্রয়োজন ছিল। কিন্তু ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হয়ে যান পাওয়েল। এক রানে হারতে হয় রাজস্থানকে। ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে।