ভোটের আবহে সরগরম রাজনীতির আবহ। নতুন বিতর্কে তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন খোদ রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী। এবার সেই ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ডেপুটি কমিশনার (সেন্ট্রাল ডিভিশন) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
তবে এই দল গঠন করা হলেও আদৌও কোনও পদক্ষেপ করতে পারবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ ভারতীয় সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী, কোনও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্ত করতে পারে না পুলিশ। তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে না আদালত। রাজ্য সরকারের হাতেও কোনও ক্ষমতা নেই। সেক্ষেত্রে একমাত্র সংসদের হাতে রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা আছে বলে বিশেষজ্ঞদের মত। তাঁদের মতে, রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রাথমিকভাবে লোকসভায় একটি প্রস্তাব পেশ করতে হবে। লোকসভায় পাশ হলে তারপর সেই প্রস্তাব যাবে রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষে যদি সেই প্রস্তাব পাশ হয়, তাহলেই রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যাবে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।