এবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আদালত সূত্রের খবর, এদিন মামলার শুনানিতে নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষা কর্তা সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী এই প্রশ্ন তোলেন যে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্যসচিব কীভাবে দেবেন? আদালতকে তিনি এও জানান, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল। নিজের দাবির সপক্ষে আদালতে নথিও পেশ করেন তিনি। যা নিয়ে এজলাসে শোরগোল পড়ে যায়।
এরপরই বিচারপতি জয়মাল্য বাগচীর প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের আইনজীবীকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ‘তদন্তকারী সংস্থা সিবিআই এটা জানে না যে কার কাছে অনুমতি চাইতে হবে? এই ধরনের তদন্তকারী সংস্থার কাছ থেকে এই ভূমিকা গ্রহণযোগ্য নয়।’ একই সঙ্গে বিচারপতি এও বলেন, ‘আমরা শুধু শুধুই মুখ্যসচিবকে উদ্দেশ করে কড়া মন্তব্য করছিলাম। সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে তিনি কী করে অনুমতি দেবেন?’ তাঁর প্রশ্ন, ‘তদন্তকারী সংস্থা যদি ভুল জায়গায় গিয়ে ট্রায়াল শুরুর অনুমতি চায় তাহলে কী করে হবে?’