দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর তার মধ্যেই যৌন কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে কর্ণাটকে এনডিএ-র শরিক দল জেডিএসের প্রার্থী তথা হাসানের বিদায়ী সাংসদ প্রজ্বল রেভান্নার। তাঁর আরও বড় পরিচয় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। এই ঘটনাকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের মধ্যেই ময়দানে নেমেছে কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা। এবার এই কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ৪০০ মহিলার ধর্ষককে ভোটে জেতাতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমজনতার কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।
সম্প্রতি প্রজ্জ্বলের বেশ কিছু অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন তিনি। এদিকে, গত ১৪ এপ্রিল মাইসুরুতে তাঁর সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন মোদী। এ নিয়ে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল বলেন, ‘প্রজ্জ্বল রেভান্না ৪০০ মহিলাকে ধর্ষণ করে ভিডিও বানিয়েছেন। এটা সেক্স স্ক্যান্ডাল নয়, মাস রেপ। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কর্ণাটকের মানুষের সামনে দঁড়িয়ে এই ধর্ষককে সমর্থন করছেন। তাঁর হয়ে ভোট চাইছেন। মোদী বলছেন, এই ধর্ষককে ভোট দিলে উন্নতি হবে।’ রাহুল আরও বলেন, ‘এইভাবে প্রচার করে দেশের সমস্ত মহিলাদের অপমান করেছেন মোদী। বিশ্বের কোনও নেতা এভাবে ধর্ষকদের হয়ে প্রচার করেননি।’