রাজ্যজুড়ে গরমের প্রকোপ অব্যাহত থাকলেও ঘটছে পারদপতন। সপ্তাহান্তে রয়েছে আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ৷ সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। ৪ মে শনিবার পর্যন্ত দাবদাহ চলবে। আজ, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে। রবিবার অবধি গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
পাশাপাশি, শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বৃষ্টির কারণে আরও তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। কলকাতায় সকালে পরিষ্কার আকাশ হলেও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। সকালে শুকনো গরম। বেলা শেষে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এমনই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।