ভোটের আবহে সরগরম বাংলার রাজনৈতিক আবহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোটগ্রহণ পর্ব। জোরকদমে চলছে প্রচার। জনসংযোগে ত্রুটি রাখছেন না হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দলের সঙ্গে মিশে নেতাকর্মীদের মন জয় করে নিয়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পর প্রায় একমাস ধরে চলছে প্রচার পর্ব। তৃণমূল সূত্রের খবর, রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের পেশার ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং খ্যাত হলেও দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি তারকাসুলভ ব্যবহার প্রথম থেকেই করেননি। বরং খুবই সহজভাবেই দলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।
পাশাপাশি, রচনা মধ্যে তারকাসুলভ আচরণও বিশেষ দেখা যায়নি। স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণ করার পরিবর্তে তিনি তাঁদের কথামতোই চলেছেন। কর্তৃত্ববাদী মানসিকতাও তার মধ্যে দেখা যায়নি। এতেই দু’পক্ষের মধ্যে সমঝোতার স্বর পোক্ত হয়েছে আরও। যা আত্মবিশ্বাস জোগাচ্ছে ঘাসফুল শিবিরকে।