লোকসভা নির্বাচনের আবহে সরগরম দেশের রাজনৈতিক আবহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দু’দফার ভোটগ্রহণ পর্ব। এর মধ্যেই উত্তাল কর্ণাটকের রাজনীতির আঙিনা। দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হয়েছে দক্ষিণের রাজনীতিতে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর দাবি, নারী নির্যাতনে অভিযুক্ত রেভান্নার এই কর্মকাণ্ড সম্পর্কে সব জানতেন প্রধানমন্ত্রী মোদী। সব জেনেই তাঁর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। গত ১৪ই এপ্রিল মাইসুরুতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থী তথা লোকসভার বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না। সেই সভাকে হাতিয়ার করেই মোদির বিরুদ্ধে সরব হয়েছেন ওয়েইসি। “প্রজ্জ্বল রেভান্না অসহায় মহিলাদের যৌন নির্যাতন করতেন। এমন ২ হাজার ভিডিও প্রকাশ্যে এসেছে। সব জেনেও মোদি ওঁর হয়ে ভোট চাইতে গেলেন। যেই ভিডিও প্রকাশ্যে এল ওমনি দেশ ছেড়ে পালালেন রেভান্না”, বলেন মিম প্রধান।
পাশাপাশি, মোদীকে একহাত নিয়ে ওয়েইসি আরও বলেন, “উনি নারী শক্তির কথা বলেন। মুসলিমদের ভাই বলেন। কিন্তু আমরা এমন ভাই চাই না। প্রধানমন্ত্রী আপনার কাছে এজেন্সি, ‘র’ সব রয়েছে। আপনি জানতেন ওই ব্যক্তি একজন অপরাধী, অমানুষ তারপরও আপনি তাঁর হয়ে ভোট চাইতে গিয়েছিলেন।” সম্প্রতি প্রজ্জ্বলের বেশ কিছু অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় রাজ্য মহিলা কমিশন। এর পরই গোটা ঘটনার তদন্তে সিট গঠন করে কর্নাটকের কংগ্রেস সরকার। এদিকে তদন্ত শুরু হতেই বেঙ্গালুরু ছেড়ে জার্মানি চলে যান অভিযুক্ত। লোকসভা নির্বাচন চলাকালীন এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাপে জেডিএস। প্রজ্জ্বল রেভান্নাকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফে। উল্লেখ্য, কর্ণাটকের শাসক দল কংগ্রেস। অন্যদিকে, দেবেগৌড়ার দল জেডিএস অন্যতম বিরোধী। তারা কেন্দ্রের শাসক দল বিজেপির অন্যতম শরিক দলও বটে। কদিন আগেই দক্ষিণের রাজ্যে এসে প্রজ্জ্বলের হয়ে প্রচার করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরেই ফাঁস হয় প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারির ভিডিও। এই ঘটনায় জোটের মধ্যেও চরমে পৌঁছেছে ক্ষোভ-অসন্তোষ। স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে পদ্ম-নেতৃত্ব।