ফের বড়সড় লক্ষ্মীলাভ হল বাংলার। এবার রাজ্য পরিবহণ দফতরের সৌজন্যে কোষাগারে এল ১৬৫ কোটি টাকা।। রাজ্যজুড়ে গত ১লা জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত বিশেষ ওয়েভার স্কিম চালু করেছিল পরিবহণ দফতর। গাড়ির বিবিধ বকেয়া সুদ ও জরিমানার উপর এককালীন ছাড়ের সুযোগ মিলছিল। ফলে গাড়ি মালিকরা কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন। এবার ওয়েভার স্কিম থেকে ১৬৫ কোটি টাকা ঘরে তুলল রাজ্য সরকার। বাংলার রাজপথে বৈধ কাগজপত্র নিয়ে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির চলাচল নিশ্চিত করতেই এই প্রকল্প নিয়েছিল রাজ্য। গাড়ির মালিকদের বকেয়া সুদ, জরিমানা থেকে রেহাই দিতে ছুটির দিনগুলিতেও কাজ করেছেন কর্মী-অফিসাররা।
উল্লেখ্য, প্রায় আড়াই লক্ষ গাড়ির বকেয়া কর মেটানো হয়েছে। মেয়াদ উত্তীর্ণ সার্টিফিকেট অব ফিটনেস বা পারমিট আপ টু ডেট করানো হয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে বকেয়া জমার প্রক্রিয়া জারি ছিল। ওয়েভার স্কিমে গাড়ির মালিকদের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সিদ্ধান্ত ঘিরে মালিকদের মধ্যে সংশয় তৈরি রয়েছে। দেখা গিয়েছে, ১০-১২ বছরের বেশি পুরনো গাড়ির মালিকরা ওয়েভার স্কিমে তেমন খুব একটা আগ্রহ দেখায়নি। বড় অংশের টাকা এসেছে ১০ বছরের কম বয়সী গাড়ি থেকেই।