দার্জিলিঙে গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব ছিলেন তিনি। তবে সেই ওজর-আপত্তিতে কান না দিয়ে দল রাজু বিস্তাকে ফের টিকিট দিতেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। যার ফলস্বরূপ কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে তাঁর। তাই নিরাপত্তা চেয়ে দার্জিলিং জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন বিষ্ণুপ্রসাদ। শুক্রবার গভীর রাতে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়। পরদিনই জেলার পুলিশ সুপারের কাছে চিঠি লিখে নিজের জন্য নিরাপত্তা চেয়েছেন তিনি।
সোমবার সংবাদ মাধ্যমকে নিজেই এ কথা জানিয়ে বিষ্ণুপ্রসাদ বলেন, ‘আচমকা আমার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাধ্য হয়েই দার্জিলিং জেলার পুলিশ সুপারকে চিঠি লিখে নিরাপত্তা বাহিনী দেওয়ার জন্য আবেদন করেছি।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গ সফরে থাকায় দার্জিলিং জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ হয়নি বিষ্ণুপ্রসাদের। অগত্যা পুলিশ সুপারের দফতরে গিয়ে নিরাপত্তার আবেদন জানিয়ে চিঠিটি জমা দিয়ে এসেছেন তিনি।
এদিকে, নিরাপত্তা প্রত্যাহার করায় বিজেপি নেতৃত্বের ওপর প্রত্যাশিত ভাবেই ‘ক্ষুব্ধ’ বিষ্ণুপ্রসাদ। কার্শিয়াঙের বিধায়কের বক্তব্য, এমতাবস্থায় তাঁর উপর হামলা হলে দায়ী থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দার্জিলিং লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কার্শিয়াং থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। জয়ী হওয়ার পরে তাঁকে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছিল ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা। বিষ্ণুপ্রসাদের দাবি, এখনও তাঁর ওপরে আক্রমণের আশঙ্কা রয়েছে। তাই তিনি রাজ্য পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন।