লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফায় বাংলার ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বিজেপি। আসানসোলের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংকে। কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয়, তার পরের দিনই বেঁকে বসেন তিনি। অবশেষে ফের নতুন করে আসানসোলে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী করা হয়েছে গত বার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে জেতা সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকে। তবে এবার প্রচারে বেরিয়েই বিতর্কে জড়ালেন তিনি। কুলটির কেন্দুয়া বাজার এলাকায় রোড শো চলাকালীন দলের পতাকা হাতে প্রার্থীর কাছে দলীয় বিধায়ক সহ স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপি নেতা জিশান কুরেশি। তখনই আলুওয়ালিয়ার নির্দেশে নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনেহিঁচড়ে সরিয়ে দেয় বলে অভিযোগ। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, কুলটির এলসি মোড় থেকে জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে উঠে রোড শো শুরু করেন আলুওয়ালিয়া। সে সময় অনুগামীদের নিয়ে বিজেপির পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিলেন জিশান। আলুওয়ালিয়ার গাড়ি কাছে আসতেই চিৎকার শুরু করেন তিনি। গাড়িতে উঠে অভিযোগ জানাতে থাকেন। এরপরই বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীরা তাঁকে দূরে সরিয়ে দেন। সংবাদ মাধ্যমের সামনে তিনি এ নিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করতেই জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপি কর্মীরা তাঁকে বাধা দেন। সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিশান জানিয়েছেন, তিনি আসানসোল পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন। এখানকার বিজেপি বিধায়ক অনিয়মে যুক্ত। শুধু সংখ্যালঘু ভোট নয়, এই বিধায়কের জন্য হিন্দু ভোটও বিজেপি পাবে না। সে কথা প্রার্থীকে বলতে গিয়েছিলেন তিনি। তখনই প্রার্থী তাঁকে সরিয়ে দিতে নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন।