আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের মাথাব্যথা বাড়ল মোদী সরকার তথা বিজেপির। প্রসঙ্গত, মাত্র দু’দিন আগেই মূল্যবৃদ্ধি-বেকারত্ব প্রসঙ্গে দেশবাসীর ক্ষোভের খতিয়ান প্রকাশ্যে এনেছিল সেন্টার ফর দ্য স্টাডিজ অব ডেভেলপিং সোসাইটিজ। এবার সেই একই সমীক্ষক সংস্থা বিস্ফোরক তথ্য আনল মোদীর প্রত্যাবর্তন ঘিরে। জনমত যাচাই করে তারা সংশয় প্রকাশ করছে মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে। সমীক্ষায় বলা হয়েছে, মোদী সরকারকে তৃতীয়বার ক্ষমতায় বসানো নিয়ে সিংহভাগ দেশবাসী এখনও সংশয়ে। ৪৪ শতাংশ মানুষের বক্তব্য, মোদী ফিরবেন। ৩৯ শতাংশ মানুষ মোদীর ফেরা নিয়ে নিশ্চিত নন। রাজনৈতিক মহলের মত, মূল্যবৃদ্ধি-বেকারত্ব নিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে দ্বিতীয় সমীক্ষায়। কিন্তু আদতে ফল হয়েছে বিপরীত। অনেকটাই কমেছে মোদীর জনপ্রিয়তা।
বিগত ২০১৯ সালে মোদীর ফেরার প্রশ্ন নিশ্চিত ছিল দেশের ৪৭ শতাংশ জনতা। ২০২৪ সালে সেই সংখ্যা ৪৪ শতাংশ। ৩ শতাংশ মানুষ মোদী সরকারের থেকে মুখ ফিরিয়েছেন। ২০১৯ সালের সমীক্ষায় নেতিবাচক উত্তর দিয়েছিলেন ৩৪ শতাংশ। এবার তা ৫ শতাংশ বেড়েছে অর্থাৎ, দেশের ৩৯ শতাংশ মানুষ মনে করছেন এবার আর মোদী ফিরবেন না। আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল, মোদীর পক্ষে আর বিপক্ষের ফারাক কমছে। ২০১৯ সালে পার্থক্য ছিল ১৩ শতাংশ, ২০২৪ সালে তা কমে হয়েছে মাত্র ৫ শতাংশ। আসন প্রাপ্তির ক্ষেত্রে যা বড়সড় ভূমিকা গ্রহণ করতে পারে।