গত বুধবারই তিহাড় জেল থেকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং। এবার ‘স্বৈরাচারী সরকার’কে সরিয়ে গণতন্ত্রকে রক্ষার ডাক তুললেন তিনি। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটকে নিঃশর্ত সমর্থন করার কথা জানাতে গিয়ে এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল তাঁকে।
আপ সাংসদ বলেন, ‘আপ উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোট প্রার্থীকে সম্পূর্ণ সমর্থন করবে। আমাদের ভূমিকা কী হবে এবং কীভাবে আমরা প্রচারে অংশ নেব, সেটা ঠিক হবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরই। সমাজবাদী পার্টির প্রার্থীদের আমরা সম্পূর্ণ সমর্থন করব।’ সপা সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করে সঞ্জয় স্পষ্ট করে দেন, এই সমর্থনের জন্য কোনও শর্ত বা দাবি তাঁরা রাখছেন না।
তাঁর মতে, ‘এবারের নির্বাচন স্বাভাবিক নির্বাচন নয়। গণতন্ত্রকে রক্ষা করার, স্বৈরাচারকে শেষ করে সংবিধানকে রক্ষা করার নির্বাচন। আমরা উত্তরপ্রদেশে একসঙ্গে লড়ব। সমাজবাদী পার্টির প্রার্থীর হয়েই আমাদের দল প্রচারে অংশ নেবে।’
এরই পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা মেরে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে সঞ্জয়কে বলতে শোনা যায়, ‘যদি কোনও রাজনীতিক জেতেন, তিনি এমন কৌশল অবলম্বনই করবেন না যেটা আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন। বিরোধীদের ভুয়ো মামলায় ফাঁসিয়ে জেলে ভরছেন। যার মানে দাঁড়ায়, নির্বাচনে আত্মবিশ্বাসের অভাব।’