শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই ‘দুঃখের কথা’ শোনালেন তৃণমূল সুপ্রিমো। উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে একচেটিয়া জিতেছিল বিজেপি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা জনগণের উদ্দেশে প্রশ্ন করলেন, ”তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?” এর পর তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরে সুপ্রিমোর আর্জি, ”ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না। কাজটা করে তৃণমূলই।
গৌতম দেবকে মঞ্চে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”সেবার দেখেছিলাম, এই মাঠ ভর্তি লোক। কিন্তু পরে দেখলাম, গৌতমদা হেরে গেলেন। যাঁকে আপনারা জিতিয়ে বিধায়ক করলেন, তাঁকেও কিন্তু আমি রাস্তা থেকে তুলে এনে আমার দলে ঠাঁই দিয়েছিলাম। পরে সে দল ছেড়ে বেরিয়ে যায়। কী লাভ হল তাঁকে জিতিয়ে? কোনও কাজ করেছে? কাজ করলে জেতাবেন, আমার আপত্তি নেই। কিন্তু কাজ তো তৃণমূল করে।”
এর পরই কিছুটা আক্ষেপ, কিছুটা ক্ষোভমিশ্রিত কণ্ঠে জনতার উদ্দেশে মমতার প্রশ্ন, ”তৃণমূল কী দোষ করেছিল বলুন? উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল, জঙ্গলমহলের সব আসনও বিজেপি পেল। কেন তৃণমূল পেল না? কী দোষ ছিল? কাজ তো কিছু কম হয়নি এখানে। গজলডোবার ভোরের আলো, দার্জিলিংয়ের সাফারি পার্ক, আলিপুরদুয়ারের সেতু – সব করে দেওয়া হয়েছিল।”