‘সাওয়ান’ ও নবরাত্রির শুভ মাসে আমিষ খাবার খাওয়ার অভিযোগে বিরোধীদের ‘মুঘল মানসিকতার’ সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তা নিয়ে পালটা রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন। জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক নির্বাচনী জনসভায় মোদী আরও বলেন, তিনি জানতেন তাঁর বক্তব্যের পর বিরোধীরা তাঁর পিছনে ‘গোলি ও গোলাবারুদ’ নিয়ে নেমেছে। কিন্তু গণতন্ত্রে তাঁর কর্তব্য মানুষকে পরিস্থিতির আসল দিক দেখানো।
‘আপনাদের বুঝতে হবে যে তিনি বিষয়গুলো নিয়ে কথা বলছেন না। তিনি কি বিহারের সমস্যা, তার যুবক, কৃষক এবং গণ বিতাড়নের সমস্যা নিয়ে কথা বলেছেন? … দারিদ্র্য, বেকারত্ব এবং কতগুলি চাকরি দেওয়া হয়েছে তার মতো মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার। প্রধানমন্ত্রী মোদী কেন দারিদ্র্য দূর করতে পারলেন না?… বিহারকে কেন বিশেষ মর্যাদা দেওয়া হল না?’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলের হয়ে প্রচারের সময় গয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলে দিলেন।
সম্প্রতি, তেজস্বী যাদবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) প্রধান মুকেশ সাহানির সঙ্গে মাছ খেতে দেখা গেছে। নবরাত্রির সময় ‘আমিষ’ খাওয়ার জন্য আক্রমণের শিকার হন তিনি। এরপর তেজস্বী যাদব দাবি করেছিলেন যে ভিডিওটি ৮ এপ্রিলের, এবং তিনি বিজেপি নেতাদের ‘আইকিউ’ পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে দেরিতে পোস্ট করেছিলেন, যারা ‘জানেন না এবং কখনও বেকারত্ব, অভিবাসন এবং দারিদ্র্যের মতো আসল ইস্যু নিয়ে কথা বলেননি’।