লোকসভা নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই আগ্রাসী হয়ে উঠছে শাসক এবং বিরোধী শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি নেতারা যেমন চড়া সুরে আক্রমণ করছেন তেমনই বিরোধী আঞ্চলিক দলগুলির নেতা–নেত্রীরাও সুর চরমে তুলছেন।
এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানা জেল হবে বলে মন্তব্য করলেন লালুপ্রসাদ যাদবের বড় মেয়ে মিসা ভারতী। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিসা। আর তা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে আলোড়ন পড়ে গিয়েছে।
বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের এই প্রার্থী সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘একবার বিরোধী ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আসার সুযোগ দিন। বিজেপির সব নেতারাই একে একে জেলে যাবেন। আর শুরুটা হবে মোদীকে দিয়ে।’
এই মিসা ভারতী এখন রাজ্যসভার সদস্য। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মিসা ভারতী বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত দু’বারের লোকসভা নির্বাচনে মিসা এই একই আসন থেকে পরাজিত হয়েছিলেন। তবে খুব সামান্য ব্যবধানে। মিসার বক্তব্য, ‘প্রধানমন্ত্রী ক্রমাগত আমাদের পরিবারকে নিশানা করে দুর্নীতির অভিযোগ তোলেন। কিন্তু তাঁকে নীরব থাকতে দেখা যায় ইলেক্টরাল বন্ড নিয়ে। জানেন এটা কত বড় দুর্নীতি? যদি দেশের মানুষ ইন্ডিয়া জোটকে সুযোগ দেয় তাহলে প্রধানমন্ত্রী এবং সমস্ত বিজেপি নেতা জেলে থাকবেন।’