ভোটের প্রচারে আবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর সভা জলপাইগুড়িতে। সপ্তাহখানেক আগেও তিনি জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন। ঝড়ের পরেই তিনি জলপাইগুড়িতে ছুটে গিয়েছিলেন। উদ্ধারকাজের তদারকি করেন নিজে দাঁড়িয়ে। তার পর সভা করেন ওই জেলায়। শনিবার ডাবগ্রাম-ফুলবাড়িতে মমতার সভা থেকে বিজেপিকে এখাত নিলেন মমতা।
অমিত শাহের সভাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘মুসলিম, রাজবংশী, হিন্দু, তফসিলি, আদিবাসী, খ্রিস্টানদের বিয়ের নানা পদ্ধতি আছে। কোনও ঐতিহ্য থাকবে না। সব কেড়ে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই গেলেন, সবাইকে লটকে দেবেন।’’
বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে দু’জনকে গ্রেফতার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল। ওরা বলল বাংলা নিরাপদ নয়। ভুলে গেছে, বেঙ্গালুরু আলাদা বাংলা আলাদা। ওদের বাড়ি কর্নাটকে। দু’ঘণ্টার জন্য মেদিনীপুরে লুকিয়ে ছিল। আমাদের পুলিশ খুঁজে দিয়েছে।’’
জলপাইগুড়িতে প্রচারে গিয়ে মোদীর ১৫ লক্ষের প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা। বললেন, ‘‘আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।’’