দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে জনপ্রিয় ‘ই-ওয়ালেট’ জিপে-র ধাঁচে তৈরি পোস্টারে ছয়লাপ তামিলনাড়ুতে। যেখানে স্ক্যান করলেই দেখা মিলছে মোদী জমানার নানা দুর্নীতি-চিত্র।
প্রসঙ্গত, একরঙা পোস্টারটিতে মোদীর ছবির ওপরে তামিলে লেখা ‘জি’। তার পরে ইংরেজিতে ‘পে’। ঘটনাচক্রে, হিন্দিতে সম্মাননাসূচক সম্বোধন হিসাবে ‘জি’ ব্যবহৃত হয়।
বিজেপির নেতা-কর্মীদের কাছে প্রধানমন্ত্রী ‘মোদীজি’ হিসাবেই পরিচিত। পোস্টারে মোদীর ছবি আসলে একটি ‘কিউআর কোড’! স্মার্টফোনে যা স্ক্যান করলেই দেখা যাবে নির্বাচনী বন্ড দুর্নীতি থেকে আদানিকাণ্ডের মতো বিজেপি জমানার নানা বিতর্ক।
পোস্টারে মোদীর ছবির তলায় ‘কিউআর কোড’ স্মার্টফোনে স্ক্যান করার অনুরোধও লেখা রয়েছে ইংরেজি এবং তামিল ভাষায়। সেই সঙ্গে দুই ভাষাতেই লেখা রয়েছে ‘স্ক্যাম’ (দুর্নীতি) শব্দটি। তাৎপর্যপূর্ণ ভাবে কোনও রাজনৈতিক দল বা জোট এখনও পোস্টারের দায় স্বীকার করেনি।