লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফায় বাংলার ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বিজেপি। আসানসোলের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংকে। কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয়, তার পরের দিনই বেঁকে বসেন তিনি। অবশেষে ফের নতুন করে আসানসোলে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী করা হয়েছে গত বার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে জেতা সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকে। তবে ভূমিপুত্র হয়েও নিজের এলাকার সমস্যা নিয়ে ওয়াকিবহাল নন তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নে নিজেই সেই কথা জানিয়েছেন আলুওয়ালিয়া।
ভোটের টিকিট পাওয়ার পর শুক্রবার নির্বাচনী প্রচারে আসানসোলে পা রাখেন বিজেপি প্রার্থী। ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন। প্রসাদ বিলি করেন। ভোগ খান। সাংবাদিক বৈঠকে যোগও দেন তিনি। আসানসোলে নির্বাচনী ইস্যু হিসেবে কোন বিষয়টিকে প্রাথমিক গুরুত্ব দেবেন, এই প্রশ্ন করা হয় আলুওয়ালিয়াকে। তাঁর স্পষ্ট উত্তর, ‘আমি আগে সাতটি বিধানসভা কেন্দ্রে যাব। বিধানসভা কেন্দ্রগুলির আলাদা আলাদা সমস্যার কথা জানব স্থানীয়দের কাছে। তার পর আমি সংবাদমাধ্যমের সামনে সেই বিষয়গুলি নিয়ে বলতে পারব।’ অর্থাৎ আসানসোলের কোনটা প্রকৃত সমস্যা এবং কোন সমস্যা সমাধান তাঁর মূল লক্ষ্য হবে, তা নিজেই জানেন না বিজেপি প্রার্থী।