প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তীব্র অসন্তোষ দেখা যায় রাজ্য বিজেপির অন্দরে। যেমন বীরভূমে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বিজেপি প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। পাশাপাশি দমদম, রায়গঞ্জ, রানাঘাট, মালদা উত্তর ও জয়নগরেও অসন্তুষ্ট স্থানীয় বিজেপি নেতৃত্ব। এবার ভোটের মুখে ফের অস্বস্তির মুখে বঙ্গ বিজেপি। প্রার্থী নির্বাচনে অনাস্থা এনে শহরে সভা বিজেপি বাঁচাও মঞ্চের। প্রতিবাদ সর্বোচ্চ পর্যায়ে হবে, হুঁশিয়ারি মঞ্চের। ‘প্রকৃত বিজেপি’ কর্মীদের প্রার্থী করা না হলে নোটায় ভোট দেওয়ার সিদ্ধান্ত বৈঠকে। প্রয়োজনে বিরোধী দলের হয়ে প্রচারেরও হুমকি মঞ্চের।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সংগঠনের বিরুদ্ধে লাগাতার বিক্ষুদ্ধ এই মঞ্চ। রাজ্য বিজেপির সদর দফতরে এর আগে সুকান্ত, অমিতাভদের ছবিতে জুতোপেটা করে আগুন লাগিয়েছিলেন এই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিজেপির আদর্শ বাঁচাতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের। প্রয়োজনে পোস্টার মেরে তৃণমূলকে জেতান। এমন আহ্বানও দেওয়া হয় সভায়। বলা হয়, ‘শত্রুর শত্রু আমাদের মিত্র। এই আদর্শ বিচ্যুত বিজেপিকে মানব না।’ তাঁদের সাফ কথা, ‘বিজেপিকে রক্ষা করতে হবে। প্রয়োজনে নির্দল প্রার্থী দেব। যে কায়দায় কেজরিওয়াল, হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হল, সেই কায়দায় অভিষেককে গ্রেফতার নয় কেন? শুভেন্দুর নামে সিবিআই-এর চার্জশিট! তাঁকে নেতা হিসেবে মানব কেন? প্রতিটা প্রার্থী-ই অযোগ্য। চ্যালেঞ্জ করছি। প্রয়োজনে মানহানির মামলা হোক।’