অমিত শাহ দিন কয়েক আগেই বালুরঘাটে প্রচারে এসে বলেছিলেন, ‘‘মমতাদিদি সিএএ নিয়ে মানুষকে বিপথে চালিত করছেন। অসত্য বলছেন। শুক্রবার মমতা তার জবাব দিলেন। নাম না করে শাহ, মোদীর মতো বিজেপির শীর্ষনেতাদের বললেন, ‘‘তোমরা এসো না আমার সঙ্গে কোনও টিভির বিতর্কসভায় বোসো। মুখোমুখি আলোচনা করব। তার পরে জনতা ঠিক করবে কে মিথ্যা কথা বলেছে।’’
প্রসঙ্গত এর আগে বিজেপির নেতাদের বিতর্কে আহ্বান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার মমতাও সেই একই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বকে। নাগরিক সংশোধনী আইন সিএএ নিয়ে বিজেপির শীর্ষনেতাদের বিতর্কসভায় আহ্বান জানালেন মমতা। বললেন, মুখোমুখি এসে বসো দেখি! কে মিথ্যা কথা বলছে জনতা বিচার করবে।
পর পর প্রচারের সভা করছেন। গলা ভেঙে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতার। তবে সেই ভাঙা গলাতেই বক্তৃতা চলছে। গলার স্বর নামছে না। আলিপুরদুয়ারের কালচিনিতে হিন্দিভাষী মানুষ বেশি। তাই পুরো বক্তৃতা হিন্দিতেই দিচ্ছেন মমতা। বিজেপির ‘এই বার ৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ করে মমতা বললেন, ‘‘৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।’ মোদী পাঁচটা চা-বাগান খুলবে বলেছিল দুটোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা-বাগান বানিয়েছে, বললেন মমতা।