আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দেশজুড়ে লোকসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার। আজ ‘জয় হো’ গানের সুরে ক্লাব ব্যান্ডের তালে নাচতে দেখা গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। রাজনীতির ময়দানে নামলেও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসেবে কীর্তি আজাদের এক আলাদা জনপ্রিয়তা রয়েছে। শুক্রবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল। মাথায় সাদা রঙের দলীয় টুপি, পরনে সাদা জামা এবং গলায় মালা, উত্তরীয় নিয়ে দলীয় পতাকা হাতে নাচলেন তিনি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি তাঁর প্রচার সম্পন্ন করছেন। প্রচারের প্রথম থেকেই তিনি পুরো লোকসভা কেন্দ্র জুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন কীর্তি।
উল্লেখ্য, কখনও মন্দিরে পুজো দিতে আবার কখনও ব্যাট নিয়ে ক্রিকেট খেলতে, কখনও আবার জনপ্রিয় মিষ্টি শক্তিগড়ের ল্যাংচা ভাজতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে। সেরকমই শুক্রবার দলীয় পতাকা হাতে ফুরফুরে মেজাজে তাঁকে নাচতে দেখা গেল। প্রত্যেকদিনের মত এদিনও বর্ধমানের ১০ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডে কীর্তি আজাদের প্রচার অভিযান ছিল। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাঁকে প্রচার চালাতে দেখা যায়। প্রচার চলাকালীন বৃদ্ধা মহিলাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং হাত জোড় করে নমস্কার করতেও দেখা যায় কীর্তি আজাদকে। কীর্তি আজাদকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল প্রবল।