আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি ফের স্পষ্টভাবে জানাল খোদ ‘বিজেপি বাঁচাও’ মঞ্চ। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় সভা করে তাঁরা নোটা ও তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানাল আদি বিজেপিদের এই সংগঠন। মঞ্চের দাবি, প্রকৃত বিজেপি কর্মীদের প্রার্থী করা হয়নি। নির্বাচনে দলের প্রার্থীদের প্রতি অনাস্থা জানিয়ে ‘নোটায়’ ভোট দেওয়ার আবেদন জানাল তারা। আদি বিজেপি কর্মীদের মতে, একুশের নির্বাচনের মতোই চব্বিশের লোকসভা ভোটেও ভুল প্রার্থীদের মনোনীত করা হয়েছে। বিজেপির আদি নেতা-কর্মীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, ইডি, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? পাশাপাশি আপত্তি জানান শুভেন্দুকে নেতা হিসেবে মানা নিয়ে।
এদিন বিজেপি বাঁচাও মঞ্চের আহ্বায়ক দীপক সরকার শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে বলেন, “ঘরে চোর পুষে পরের ঘরের চোর তাড়াব, এটা কোন নৈতিকতা? তিনি আরও প্রশ্ন তোলেন, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীদের জেলে যেতে হলে, তাঁদের থেকেও বেশি দোষী শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হবে না?” নব্য ও তৎকালদের হাতে বিজেপি চলছে বলেও সরব হন মঞ্চের সদস্যরা। বিভিন্ন জেলা থেকে পদ্ম পার্টির বিক্ষুব্ধ, পুরনো নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন। বিজেপি আদি নেতা-কর্মীরা, প্রতিবাদপত্র ছাপিয়ে একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। ছেড়ে কথা বলা হয়নি কেন্দ্রীয় নেতাদেরও। বিজেপি বাঁচাও মঞ্চ ‘বিবেক ভোট’ প্রদান করার ডাক দিয়েছে। সভা থেকে বিজেপির আদর্শ রক্ষার্থে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। প্রয়োজনে তৃণমূলকে জেতানোর আহ্বানও দেওয়া হয় সভা থেকে। সাফ জানানো হয়, প্রয়োজনে নির্দল প্রার্থী দেওয়া হবে। ভোটের আগে এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চরম বিপাকে গেরুয়া-নেতৃত্ব।