পুরোদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। ইতিমধ্যেই বাংলায় জেলায় জেলায় জনসভা শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫শে এপ্রিল পূর্ব মেদিনীপুরে যাবেন তিনি। মহিষাদলে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করবেন মমতা। অন্যদিকে, ১৫ই এপ্রিল তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর ফের উত্তরবঙ্গে যাবেন অভিষেক। উল্লেখ্য, তমলুকে ভোটগ্রহণ হবে ২৫শে মে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভা করবেন মমতা।
পাশাপাশি তৃণমূল সূত্রে খবর, ১৮, ২১ ও ২২শে এপ্রিল বালুরঘাটে জনসভা করবেন তৃণমূল নেত্রী। বুনিয়াদপুর, কুমারগ্রামেও সভা করবেন তৃণমূল নেত্রী। ৬ই এপ্রিল বালুরঘাটের তপনে সভা করেছিলেন মমতা। বালুরঘাটে এবার সব মিলিয়ে ৪ টি জনসভা করছেন তৃণমূল নেত্রী। আগামী ২৬শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। ১৬ই এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে প্রথম দফার ভোটের আগে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন তিনি।