‘কেউ ছাড় পাবে না। উল্টে ঝুলিয়ে সোজা করা হবে।’ ভূপতিনগর কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এই কথাগুলিই ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শাহের সেই হুঁশিয়ারি নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, বিচারব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি এ কথা বলতে পারেন? সেই প্রশ্নই এবার তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিনহাটার সভা থেকে মমতা বললেন,”বাংলায় এস বড় হোম মিনিস্টার বলে গিয়েছেন, উলটে ঝুলিয়ে দেওয়া হবে। বলুন তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ কথা শোভা পায়? কি মিডিয়ার বন্ধুরা, এ ব্যাপারে কিছু বলবেন না?” এখানেই শেষ নয়, শাহের বাংলা উচ্চারণের ভুল নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা। তৃণমূল নেত্রীর কটাক্ষ, “বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট। অন্তত বালুরঘাট বল। বুনিয়াদপুর বালুরঘাট আলাদা। নামটাও ঠিক করে জানে না।”
শাহকে আক্রমণ করলেও দিনহাটার সভায় মমতার নিশানায় ছিলেন মূলত শাহের ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথকে ‘কচি হোম মিনিস্টার’ বলে তোপ দেগে মমতা বলে দিলেন, “আমরা একটা প্রার্থী দিয়েছি। ভদ্রলোক। আর বিজেপির প্রার্থী একজন গুন্ডা। মা-বোনেদের সম্মানহানি করে, এনআইএকে দিয়ে মা-বোনেদের অসম্মান করে, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্তা করে, সংখ্যালঘু-রাজবংশীদের ভয় দেখায়। আর কোটি কোটি টাকার ডিল করে।