গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছিল বিজেপি। শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনির নির্বাচনী সভা থেকে সেই প্রসঙ্গই টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জনতার উদ্দেশে বললেন, “আমি শুধু ভোটের সময় আসি না। আমাকে ডাকলেও পাবেন। না ডাকলেও পাবেন। আমি আপনাদের ঘরের লোক।”
মোদীর সঙ্গে তাঁর গ্যারান্টির ফারাক বোঝাতে বন্ধ চা বাগান খোলার পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, “মোদী পাঁচটা চা বাগান খুলবে বলেছিল দু’টোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা বাগান বানিয়েছে। এবার আপনারই বলুন, কার গ্যারান্টিতে ভরসা রাখবেন।”
১৪র লোকসভা ভোটের প্রচারে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে বিদেশ থেকে দেশের কালো টাকা বাজেয়াপ্ত করে ভোটারদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এবারের ভোটের মুখে সম্প্রতি সোশ্যাল মাধ্যমে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মোদী জানিয়েছেন, বিভিন্ন দুর্নীতিতে ইডির বাজেয়াপ্ত করা প্রায় তিন হাজার কোটি টাকা সারা দেশের মানুষের মধ্যে বিলি করা হবে।
ওই প্রসঙ্গের উত্থাপন করে তাচ্ছিল্যের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “সারা দেশের মানুষের মধ্যে ওই তিন হাজার কোটি টাকা বিলি করা হলে গড়ে মাথাপিছু ২১ টাকা বরাদ্দ হবে। ২১টাকায় কী হয়? এক কেজি পেঁয়াজও তো হবে না! সেটাও এরা দিতে পারবে না। কারণ, ওরাও জানে মিথ্যে বলছে। এসবই ভোটের বাহানা।”