প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিন্দুরা? হ্যাঁ, বেনারসে অখিল ভারত হিন্দু মহাসভা (এবিএইচএইম)-র প্রার্থী বারাণসীতে দাঁড়াচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই!
অখিল ভারত হিন্দু মহাসভা’ (এবিএইচএইম)-র যিনি প্রার্থী হয়েছেন তাঁর নাম মহামণ্ডলেশ্বর হিমাঙ্গি সখী। তাঁর পরিচয়-তিনি কিন্নর। ‘ট্রান্সজেন্ডার কমিউনিটি’ থেকে তিনিই প্রথম লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন। নির্বাচন কমিশন বলছে, এই আসনে প্রায় ৪৯ হাজার রূপান্তরকামী ভোটার রয়েছেন! ২০১৯ সালের পরে এই আসনে তৃতীয় লিঙ্গের সংখ্যাশক্তি বেড়েছে।
এ হেন মহামণ্ডলেশ্বর হিমাঙ্গি সখীর অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি অনলাইনে ভাগবত কথা প্রচার করেন। এবং তথ্য বলছে, তিনি ‘ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রান্সজেন্ডার ভাগবত কথা ওয়াচাক’। হিমাঙ্গি সখী শ্রীকৃষ্ণের ভক্ত বলে পরিচিত। মুম্বইয়ের ইসকন মন্দিরে তিনি তাঁর এই কৃষ্ণভক্তি ও বিশ্বাসের কথা উল্লেখও করেছেন একবার। এহেন সখী তাঁর নির্বাচনী প্রচারের আগে বলেছিলেন, শুধু নারীশক্তি কেন প্রাধান্য পাবে, এবার রূপান্তরকামীশক্তিই হোক অগ্রাধিকার। শুধু তাই নয়, আগামী দিনে আরও বেশি করে রূপান্তরকামীরা ভোটে লড়বে এমনটাই আশা সংশ্লিষ্ট পক্ষের।
শুধু মহামণ্ডলেশ্বর হিমাঙ্গি সখী নন, এবার ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ (এবিএইচএইম)-র পক্ষ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে লখনউ, সীতাপুর, মিরজাপুর, গোন্ডা, ফতেহপুর, গৌতম বুদ্ধ নগরেও।