মাত্র কিছুদিন পরেই লোকসভা নির্বাচন দেশজুড়ে। ইতিমধ্যেই শেষ লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। জোরকদমে চলছে জনসংযোগ। প্রচারে ঝড় তুলছেন বাংলার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ। নিজের কেন্দ্রের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। মঙ্গলবার সকালে টালিগঞ্জ বিধানসভা এলাকার ৯৭ নম্বর ওয়ার্ডে হুড খোলা জিপে প্রচার করছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী। সঙ্গে তখন টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস ও যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। সায়নীকে দেখার জন্য, বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন এক মহিলা। সঙ্গে তাঁর পোষ্য, নাম মিষ্টি। সারমেয়টি অত আওয়াজ শুনে গ্রিল দিয়ে মুখ বাড়িয়েছিল। সেই দৃশ্য চোখ এড়ায়নি সায়নীর।
এরপর জিপ থেকে নেমে ছুটে গেলেন তৃণমূল প্রার্থী। ওই মহিলা বলছিলেন, “মিষ্টির তো আর ভোট নেই। থাকলে আপনাকেই দিত মনে হয়।” সায়নী বললেন, “সবকিছুই তো আর ভোট নয়। ভালোবাসাও তো থেকে যায়।” বিকেলের দিকে সায়নী চলে যান বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সেখানে মল্লিকপুর পঞ্চায়েত এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুর খোদারবাজারে ঈদের অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে একহাত নেন সায়নী। “ওদেরকে বলব, প্রার্থী দিয়ে ভোটে নেমে পড়ুক। ভোটের লড়াই জিততে না পেরে বিব্রত করা হচ্ছে। মানুষই শেষ কথা বলবে”, জানান তিনি।