এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনব উপায়ে কটাক্ষ করল বাংলার শাসকদল তৃণমূল। সমাজমাধ্যমে ভাইরাল হল অমিত শাহের ‘মার্কশিট’! একশোয় চারশো পেলেন! বুধবার বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন অমিত শাহ। বালুরঘাটকে বেলুরঘাট বলে প্রথমেই ট্রোল হয়েছেন তিনি তারপর তাঁর মার্কশিট প্রকাশ করে ঘাসফুল শিবির।
এদিন সমাজমাধ্যমে তৃণমূলের অফিসিয়াল পেজ তরফে লেখা হয়, “যখন বাংলা বলছে #JawabDo, অমিত শাহ পরীক্ষায় তাঁর উত্তর লিখতে ব্যস্ত।
দেখা যাক, তিনি কতটা ভালো উত্তর দিলেন।” ভাইরাল হওয়া মার্কশিটে দেখা যাচ্ছে, পূর্ণ নম্বর ১০০, অমিত শাহের প্রাপ্ত নম্বর ৪০০। “চারশো পার হয়ে গিয়েছে!”, খোঁচা দিয়ে লেখা হয়েছে এমনটাই।