দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শেষ লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। গত মঙ্গলবার জোরকদমে প্রচার সারলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ তিনি। পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা হলেও আপাতত তিনি কলকাতানিবাসী শর্মিলাদেবী। এদিন বড় ধামাস অঞ্চলে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দেবু টুডু, ব্লক সভাপতি প্রণব রায় প্রমুখ। পুজো দিয়ে হেঁটে বালিন্দর, টোলা, বৈদ্যপুর, হাঁসানহাটি প্রভৃতি গ্রামে প্রচার করেন। গ্রামের বাসিন্দারা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। এদিনই কালনা-১ ব্লকের নান্দাই অঞ্চলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বৈঠকে ভোটপ্রচারে নামার আহ্বান জানান তৃণমূল নেতা স্বপন দেবনাথ। ধাত্রীগ্রামেও কর্মীদের সঙ্গে বৈঠক করেন শর্মিলাদেবী।
পাশাপাশি, এদিন বিকেলে বাদলা, উদয়পুর সহ একাধিক গ্রামে প্রচার সেরে কুলটিতে সভা করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রচার র্যালিতে রাস্তার দু’ধারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তিনি। কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দলের নেতা দেবু টুডু বলেন, মোদী সরকারের বঞ্চনা সত্ত্বেও এলাকার উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। প্রচারে বিপুল সাড়া মিলছে। মানুষ যে জোড়াফুল চিহ্নে ভোট দিতে মুখিয়ে আছে তা বোঝা যাচ্ছে। এদিন নান্দাই অঞ্চলে এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বৈঠক করেন স্বপন দেবনাথ। প্রসঙ্গত, উক্ত এলাকায় তিনশোর বেশি স্বনির্ভর গোষ্ঠীতে রয়েছেন তিন হাজারের বেশি মহিলা।