লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে ফের অস্বস্তি বাড়ল বঙ্গ বিজেপির। এবার এক ব্যবসায়ীর সঙ্গে বাদানুবাদ চলাকালীন তাঁকে চড় মেরে বসলেন খানাকুলের পদ্ম-বিধায়ক সুশান্ত ঘোষ! একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় খানাকুলের রাজহাটি বাজারে ঘটেছে ঘটনাটি।
যদিও সুশান্ত ঘোষের ব্যাখ্যা, “আমি মারধর করিনি। ঠেলাঠেলি ধস্তাধস্তি হয়েছে। কিন্তু কেন এবং কোন পরিস্থিতিতে এটা হল সেটা জানুন। তৃণমূল কংগ্রেসের দলবল গুন্ডা রাজ চালাচ্ছে। এখানকার রাজহাটি এলাকায় দীর্ঘদিন ধরে পিএইচ ই এর জল ছিল না। মা বোনেরা বার বার জানাতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।” তবে ভোটের আগে এমন ঘটনা নিশ্চিতভাবেই মাথাব্যথা বাড়াবে গেরুয়া-নেতৃত্বের।