গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডির আধিকারিকরা। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ৫৫ দিন ‘নিখোঁজ’ থাকার পরে অবশেষে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে সন্দেশখালির শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়।
এবার সন্দেশখালি কাণ্ডে সিবিআই এবং ইডির তদন্তে ভাল ফল মিলবে বলে দাবি করলেন তিনি। বৃহস্পতিবার ইডির দফতর থেকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় এ কথা বলেন শাহজাহান। কলকাতা হাই কোর্ট বুধবার সন্দেশখালির মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের ওপর জুলুমবাজির অভিযোগগুলির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার ‘সন্দেশখালির বাঘ’ বলেন, ‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।’