গ্রেফতার করা হল ব্যবসায়ী মিহির দিবাকরকে। প্রসঙ্গত, অনুমতি ছাড়াই মহেন্দ্র সিংহ ধোনির এবং নাম ব্যবহার করে ব্যবসা করায় আগেই সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অভিযোগ জানিয়েছিলেন খোদ মাহিই। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাঁকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে জয়পুর পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে। অতীতে রাঁচীর জেলা আদালতে দিবাকরের সংস্থা আর্কা স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ধোনি। তাঁর অভিযোগ ছিল, ওই সংস্থার সঙ্গে ২০২১ সালেই তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। তার পরেও ধোনির নাম এবং ছবি ব্যবহার করে স্পোর্টস অ্যাকাডেমি চালাচ্ছেন এবং মুনাফা করছেন দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস।
উল্লেখ্য, সম্প্রতি জয়পুরে একটি অ্যাকাডেমি খুলেছিলেন দিবাকর। ভারতের বিভিন্ন শহর এবং বিদেশেও তাঁর অ্যাকাডেমি রয়েছে। প্রায় প্রতিটি জায়গাতেই ধোনির নাম ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজ়ি ফি আদায় করেছেন তিনি। তার মধ্যে এমএস ধোনি ক্রিকেট অ্যাকাডেমি এবং এমএস ধোনি স্পোর্টস অ্যাকাডেমির নাম ভাঙিয়ে ১৫ কোটি টাকার মুনাফা করেছেন। অতীতে দিবাকর ধোনির ব্যবসায়িক অংশীদার হলেও সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধোনি তাঁর নাম ব্যবহার করতে বারণ করেছিলেন। তবুও তা শোনেননি দিবাকর। পুলিশ সূত্রে খবর, নয়ডার গৌতম বুদ্ধ নগর থেকে প্রথমে তাঁকে গ্রেফতার করা হয়। তার পরে জয়পুরে নিয়ে যাওয়া হয়। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফের দাবি, গান্ধী পথ এলাকায় একটি অ্যাকাডেমি খুলেছেন দিবাকর। ধোনির নাম ব্যবহার করে প্রচুর টাকা তুলেছেন সেই ব্যক্তি।