শুক্রবার উত্তরবঙ্গে পাড়ি দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ির দুর্যোগে সর্বস্বান্ত হওয়া ১৬০০ পরিবারও এখনও মোদী সরকারের বঞ্চনার শিকার। বাংলাকে এভাবেই দীর্ঘদিন বঞ্চনা করে আসছে কেন্দ্র। এবার কেন্দ্রের আঙুল-ইশারায় পরিচালিত নির্বাচন কমিশনেরও বঞ্চনার শিকার হলেন দুর্গতরা। শুক্রবার বঞ্চনার শিকার দুর্গত সেই ১৬০০ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন অভিষেক।
প্রসঙ্গত, বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার তাঁর সভা রয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ওইদিন তিনি ১৬০০ পরিবারের প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। তাঁদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের যে প্রতিনিধি দল গিয়েছিল, তাদের সদস্যদেরও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। জলপাইগুড়ির মানুষের অধিকার চাইতে গিয়েছিলেন তাঁরা। তাঁদের উপর কী অত্যাচার হয়েছে, তাঁরা নিজের মুখে তা বর্ণনা করবেন। ভয়াবহ টর্নেডোয় জলপাইগুড়ির ১৬০০ পরিবার সর্বস্বান্ত হয়েছিলেন। তাঁদের পাশে দাঁড়াতে মাঝরাতেই জলপাইগুড়ি ছুটেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চেয়েছিলেন ঘরহারাদের ঘর দিতে। রাজ্য টাকা দেবে, শুধু অনুমোদন দেবে নির্বাচন কমিশন। কিন্তু মেলেনি সেই অনুমোদন।