মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সম্প্রতি বিতর্কে জড়ান এক তরুণাকে চুমু খেয়ে। তৃণমূল কংগ্রেস সেই ঘটনাকে নিয়ে বিস্তর জলঘোলা করেছে। তবে যাবতীয় বিতর্কে জল ঢালতে এবার এক যুবককে চুমু খেলেন বিজেপি নেতা। যুবককে চুমু খাওয়ার সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, প্রচারে বেরিয়ে এক তরুণীকে স্বেচ্ছায় চুমু খান বিজেপি প্রার্থী। সেই তরুণীকে ‘বাজেভাবে স্পর্শ করা হয়’ বলে অভিযোগ তৃণমূলের। এই ইস্যুতে খগেন নিজে সাফাই দেন। এদিকে যে তরুণীর ছবি ভাইরাল হয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনিও মুখ খোলেন সেই ঘটনায়। বলেন, ‘আদর করে মা-বোনের গালে চুমু খেয়েছেন তো তাতে কী সমস্যা হয়েছে? আর যারা এই নিয়ে বিতর্ক করছে, তাদের এত নোংরা মানসিকতা কেন?’
এদিকে তাঁর যুবতীকে চুমু খাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলে খগেন বলেন, ‘ছবিটা তৃণমূলের একজন পোস্ট করেছে এবং কিছুটা এডিটেড। এটা ওদের নোংরা মানসিকতার পরিচয়। যে মেয়েটিকে চুমু খাওয়ার কথা বলা হচ্ছে সে আমাদের পরিবারের একজন বাচ্চা। আমাদের এক কর্মীর মেয়ে, বেঙ্গালুরুতে নার্সিং পড়ছে। ভালো রেজাল্ট করেছে। তাই একটু আদর করে দিয়েছি। এমনটা আমাদের নিজের সন্তানকেও করি। আর ওর মা বাবা দু’জনেই পাশে দাঁড়িয়ে ছিলেন। আজকেও ওই এলাকায় প্রচার করছি। কেউ খারাপভাবে নেননি । তৃণমূলীরা ভোটের জন্য নোংরামি করছে।’
এর আগে নিজেদের এক্স হ্যান্ডেলে খগেনের কিছু ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেস গতকাল লিখেছিল, ‘আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে নিজের ইচ্ছায় একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদীর পরিবার।’