লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাক যুদ্ধে জড়িয়ে পড়ছে বিজেপি ও তৃণমূল।
বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বললেন, “যাঁরা ভাবছেন অর্থ দিয়ে ভোট কিনে নেবেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষ নিজের শিরদাঁড়া কোনও অর্থের কাছে বিক্রি করে না।”
সোমবার রাতে টিটাগড়ে তৃণমূলের একটি দলীয় সভা ছিল। সেখানে অংশ নেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পার্থবাবু।
সেখানে তিনি প্রতিপক্ষ অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন, “ব্যারাকপুরের পাঁচ বছরে কিছুই হয়নি। শুধু গুন্ডাগিরি হয়েছে। আমরা সেই গুন্ডারাজ খতম করব।” এরপরেই পার্থ ভৌমিক বলেন, “ব্যক্তিগত কুৎসা ও সংবাদমাধ্যমের দৌলতে টিকে থাকা বাদ দিলে, মানুষের কাছে ওঁর গ্রহণযোগ্যতা নেই।”