ছাত্র-ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে বিজেপি মুখে সমালোচনা বা বিরোধিতা করলেও বিরোধী দলগুলির কর্মী-সমর্থকরা অনেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর দেওয়া সেই সবুজ সাথী সাইকেলই ব্যবহার করছেন। গ্রামে গঞ্জে ঘুরলেই বিরোধীদের মিছিলে সবুজ সাথীর দেখা মিলছে। এবার সেই সবুজ সাথীর সাইকেল চালিয়ে ভোটের প্রচার করলেন মুর্শিদাবাদের বাম প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম!
সেলিমের ২০ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তাদের দাবি, বামেদের সর্বহারা তত্ত্বের প্রতিষ্ঠা করতে গিয়ে সেলিম সাইকেলে ভোটের প্রচার করছেন, ভাল কথা। কিন্তু যে সাইকেলটি চালিয়ে তিনি প্রচার করছেন, সেটা রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের দেওয়া ‘সবুজ সাথী’র সাইকেল। শাসকদলের কটাক্ষ, ‘আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করলেন সিপিএমের রাজ্য সম্পাদক এবং লোকসভার প্রার্থী।’ এদিকে, হাসির খোরাক হয়ে এখন সেলিমের সাফাই, ‘ওটা টেস্ট ড্রাইভ ছিল।’
প্রসঙ্গত, সোমবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমকল বিধানসভার বাজার এলাকায় ভোট প্রচার করছিলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সেলিম। সেখানে বেশ কিছুটা পথ সাইকেল চালিয়ে ভোটপ্রচার সারেন তিনি। ওই সূত্রের দাবি, ডোমকল এলাকার এক বামকর্মীর কাছ থেকে ওই সাইকেলটি জোগাড় করে দেন স্থানীয় নেতারা। সেই বামকর্মীর মেয়ে স্কুলছাত্রী। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে ওই সাইকেলটি পেয়েছে সে। উৎসাহী বামকর্মীরা যখন সেলিমের সাইকেল চালানোর ভিডিয়ো দিয়ে ফলাও করে প্রচার করছেন, তখন পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূল। ওই ভিডিয়ো দিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইকেলে মহম্মদ সেলিম।’