সিএএ বিরোধিতায় আসামে প্রতিবাদ করছেন অনেকে। এই আবহে সিএএ নিয়ে বড় আপডেট দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার তিনি বলেন, ‘আসামে কোনও সিএএ নেই। এতদিনে মাত্র একজন আবেদন করেছেন সিএএ-তে। আর সেটাও করা হয়েছে বরাক উপত্যা থেকে।’
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘সিএএ-র নিয়মগুলি ঘোষণা করার পর অনেক কটা দিন কেটে গিয়েছে। কিছু লোক তো দাবি করেছিল যে সিএএ কার্যকর হলে অন্য দেশ থেকে অভিবাসীরা ট্রাক ভরতি করে প্রবেশ করবে এখানে। তবে আসল বিষয়টি হল এখনও পর্যন্ত মাত্র একটি আবেদনই জমা পড়েছে এই সিএএ-তে। কিন্তু মাত্র ১ জন কেন? তাহলে কি সিএএ আইনের তাৎপর্য নেই?
উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মা জানান, সিএএ-তে আবেদনকারী বরাক উপত্যকার বাসিন্দা। সেই এলাকা এমনিতেই বাঙালি অধ্যুষিত। এদিকে অসমের মানুষজনকে অভয় প্রদান করে হিমন্ত বলেন, ‘সোনারির মতো এলাকায় অনেক সংখ্যক হিন্দু বাঙালি থাকে। তবে সেখান থেকেও কোনও আবেদন সিএএ-তে জমা পড়েনি। সময় গেলেই মানুষকে সব বোঝানো যাবে। মিথ্যা সামনে আসবে।