লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই শেষ লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। জোরকদমে চলছে প্রচার ও জনসংযোগ। আলিপুরদুয়ারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো নিয়ে ইতিমধ্যেই প্রবল উন্মাদনা শুরু হয়েছে। পরপর দু’দিন আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে মমতার জনসভা করার কথা। পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আলিপুরদুয়ারে রোড শো করার কথা আছে। মন্ত্রী বীরবাহা হাঁসদাও আসছেন প্রচারে।
প্রসঙ্গত, এই দুই কর্মসূচি ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন জেলা তৃণমূলে। জেলার চা বলয়ের শ্রমিকরাও রাজ্যের মুখ্যমন্ত্রীর সভার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীন কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভায় দলীয় প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে ইতিমধ্যেই জনসভা করে গিয়েছেন। আর এবার ঝড় উঠতে চলেছে তাঁর সভা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে ঘিরে। তৃণমূল সূত্রে খবর, আগামী ১২ তারিখ মুখ্যমন্ত্রী কালচিনি বিধানসভা ও ১৫ তারিখ মাদারিহাট বিধানসভা এলাকায় জনসভা করবেন। ভোটের ঠিক তিনদিন আগে ১৬ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা শহরে রোড শো করবেন। ১৪ তারিখ মন্ত্রী বীরবাহা হাঁসদা দলীয় প্রার্থীর সমর্থনে শামুকতলা ও সোনাপুরে প্রচারে আসবেন। মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই কালচিনি ও মাদারিহাটে প্রাথমিকভাবে মাঠ বাছাই করা হয়েছে। তবে সভার স্থল চূড়ান্ত করা হয়নি এখনও।