আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই দেশজুড়ে লোকসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার। মঙ্গলবার সকালেই জনসংযোগে বেরিয়ে পড়লেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন বালি অঞ্চলে প্রচার করলেন তিনি। হুডখোলা গাড়িতে ছিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ। সঙ্গে ছিলেন বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়। হুডখোলা জিপে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে এদিন প্রচার করেন প্রসূন। বালির চৈতলপাড়া, গোস্বামীপাড়া-সহ বিভিন্ন এলাকায় এদিন প্রচার ও জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। প্রচুর সংখ্যায় তৃণমূলের কর্মী সমর্থক এদিন প্রচারে নেমেছিলেন। বাড়ির মহিলারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান। বহু বাড়ির ছাদ, উপরের বারান্দা থেকে গোছা গোছা ফুলের পাপড়ি ছড়ানো হয়েছিল। এলাকায় প্রচার করে অত্যন্ত খুশি প্রসূন। এদিনের সকালের প্রচারে একাধিক ঢাক বাজানো হয়েছিল। ধীর গতিতে গাড়ি এগিয়েছে সামনে। রাস্তার দুপাশেও বহু মানুষ সকালে উপস্থিত ছিলেন৷ তাদের সঙ্গে প্রার্থীর শুভেচ্ছা বিনিময় হয়৷ বালির প্রাচীন বুড়িমার মন্দিরে পূজো দিয়ে এদিন প্রচার শুরু করেন প্রসূন।
উল্লেখ্য, হাওড়ার তিন বারের সাংসদ তিনি। এবারও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেই প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। এলাকার উন্নয়নের জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন সর্বদাই। প্রচারে কাউকেই ডাকা হচ্ছে না, সকলেই ঝাঁপিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মানুষ, সেজন্য এত মানুষ সাড়া দিচ্ছেন, এমনই দাবি তৃণমূল প্রার্থীর। পাশাপাশি তিনি জানিয়েছেন, জেতার পরে আরও উন্নয়ন করা হবে হাওড়ায়। বিশেষ করে হাসপাতালের দিকে নজর দেওয়া হবে। দূর করা হবে পানীয় জলের সমস্যা।