লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৯ এপ্রিল মহাকোশল অঞ্চলের চারটি লোকসভা আসন-সহ মধ্যপ্রদেশের মোট ৬টি আসনে ভোটগ্রহণ হবে। সেদিকে তাকিয়েই রবিবার মধ্যপ্রদেশে ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই ঘটল বিপত্তি। জবলপুরে গতকাল একটি রোডশো করেন মোদী। সেই রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর।
সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়েক জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের সামনে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকজন তাঁকে এক ঝলক দেখার জন্য সেই মঞ্চে উঠে পড়েন। সেই সময় মঞ্চটি ধসে পড়ে।’ জানা গিয়েছে, রামপুর-গোরক্ষপুর রোডে মোদীর কনভয় এগিয়ে যেতেই অত্যধিক মানুষের চাপে সেই মঞ্চটি ভেঙে পড়ে। আহতদের মধ্যে এক নারী ও এক পুলিশ সদস্যসহ চারজনের হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়াও তিনজন মহিলা সামান্য আহত হয়েছেন।