ঘাটালে লোকসভা ভোটের প্রচারে দেবের সমর্থনে সভা করতে গিয়ে দু’টি নতুন ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে দু’টিই কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত।
রবিবার অভিষেক বললেন, ‘‘যে যে বিধানসভায়, পঞ্চায়েতে বা পুরসভায় আপনারা তৃণমূলের হাত শক্ত করবেন, সেখানে সেখানে ডিসেম্বরে আবাসের টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে।’’
অভিষেকের দ্বিতীয় ঘোষণাটি ঘাটাল মাস্টারপ্ল্যান সংক্রান্ত। সেই ঘোষণায় অভিষেক জানিয়েছেন, ‘‘এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ শুধু ঘোষণা নয়, হাতেকলমে শুরু করে দেবে তৃণমূল সরকার।’’
রবিবার দেবের সমর্থনে ঘাটালে রোডশো করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষে আধ ঘণ্টার মতো সময় তিনি বক্তৃতাও করেন। দেবকে কেন ঘাটালের মানুষ ভোট দেবেন, আর কেন দেবের প্রতিপক্ষ হিরণকে ভোট দেবেন না তা নিয়েও ওই সভায় বিস্তারিত বলেন অভিষেক। এমনকি, হিরণ বিজেপি ছেড়ে তাঁর কাছে এসেছিল তৃণমূলে যোগ দিতে— এই তথ্যও প্রকাশ্যে বলে দেন তিনি। এ-ও জানান যে, তাঁর কাছে ভিডিয়ো প্রমাণ রয়েছে। সেই প্রসঙ্গেই বিধানসভা ভোটে নির্বাচিত হিরণের বিধানসভা ক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ ওঠে। আর উন্নয়ন প্রসঙ্গে ঘাটালের উন্নয়ন এবং বাংলার মানুষের উন্নয়নের কথা বলেন অভিষেক।
প্রথমে ঘাটালের মাস্টারপ্ল্যান সংক্রান্ত রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানিয়ে অভিষেক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দেবকে পাশে নিয়ে বলেছেন, ঘাটালের মাস্টার প্ল্যান তিনি করে দেবেন। আমি বলে যাচ্ছি, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা ওই প্ল্যানের কাজও শুরু করে দেব। আমি কথা দিয়ে গেলাম। আর আমি কথা দিলে কথা রাখি।’’